জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৯২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাতে পরাজিত হলেও হাল ছাড়েননি। ২০১৬ সালের নির্বাচন বাদ দিয়ে পাঁচবার নির্বাচন করে এবার আলোর মুখ দেখেছেন।
নবনির্বাচিত এ চেয়ারম্যানের বয়স ৭৫ বছর। জীবনের শেষ ভোটের কথা বলে তিনি ভোটারদের মন জয় করেছেন। শহীদুল ইসলাম বকুল নামের এই ব্যক্তি এখন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান।
এলাকাবাসী ও ভোটাররা জানান, চিলাউড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বকুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। চেয়ারম্যান হতে চারবার ব্যর্থ হওয়ার পর এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে সমর্থন পাননি। এরপর স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হয়ে ভোটারদের কাছে জীবনের শেষ নির্বাচন বলে ভোট প্রার্থনা করেন। আর তাতেই তিনি সফল হন।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া পান ৩ হাজার ২৬৭ ভোট।
ইউনিয়নের বাসিন্দা আলেক মিয়া জানান, নির্বাচনের শুরুতে তিনি জীবনের শেষ নির্বাচন দাবি করে ভোট ভিক্ষা চেয়ে মানুষকে আবেগতাড়িত করেছেন। তা ছাড়া সালিসকারী হিসেবে তিনি উপজেলাজুড়ে পরিচিত। এলাকাবাসী সুখ–দুঃখে তাঁকে পান।
নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘পঞ্চমবারে সফল হলেও আমি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। প্রতিবারই জনগণ আমাকে সন্মানজনক ভোট দিয়েছেন। কিন্তু কালোটাকা ও ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি।’