শেরপুর জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নেভানোর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজ বুধবার সকালে হাসপাতালের দোতলায় অবস্থিত বহির্বিভাগের শৌচাগারের পাশে রাখা কাগজের কার্টনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে আসা কয়েকজন ব্যক্তি শৌচাগারের পাশে রাখা কাগজের কার্টনে (টয়লেট পেপার রাখা ছিল) আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। হাসপাতাল ভবনের বিপরীতে ফায়ার স্টেশন অবস্থিত হওয়ায় দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক প্রথম আলোকে বলেন, সিগারেটের ফেলে দেওয়া অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন নেভানোর ফলে কোনো ক্ষতি হয়নি।
জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম আনওয়ারুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, হাসপাতালে আসা রোগীর স্বজনদের অসচেতনতার কারণে আগুনের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।