শেরপুরের নকলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মো. আলমাছ উদ্দিনের (৭২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করে নকলা থানা-পুলিশ। বিকেলে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আলমাছ উদ্দিনের বাড়ি নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের দধিয়ারচর গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজ পড়ে চরমধুয়া বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আলমাছ উদ্দিন। সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পাশে তাঁকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তানজিলা মাহবুব তাঁকে মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা আলমাছের মৃত্যুর সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুশফিকুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তাঁরা সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে নিকটাত্মীয়ের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিনের বিরোধ চলে আসছিল। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।