শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩০) নামের এক চালকলশ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা শহরের ঢাকলহাটী এলাকার সাকী অটো রাইস মিলে ওই ঘটনা ঘটে।
নিহত সাইফুল সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ দুর্ঘটনায় আহত দুই চালকলশ্রমিক হলেন সদর উপজেলার গণইভরুয়াপাড়া গ্রামের নাজির মিয়া (২৬) ও রাজ্জাক মিয়া (৪২)। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শেরপুর শহরের ঢাকলহাটী এলাকার সাকী অটো রাইস মিলের পরিচালক চালকলশ্রমিক সাইফুল ইসলামকে চালকলের টিনের চালে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য চালকলের চালের ওপরে উঠতে বলেন। কিন্তু চালকলের চালটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। এ কারণে সাইফুল চালের ওপরে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে নাজির ও রাজ্জাক চালের ওপরে উঠলে তাঁরাও বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় চালকলশ্রমিক সাইফুলের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।