শেরপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের সদর উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মো. মাসুদুর রহমান (১৮)। তিনি সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। নিহত মাসুদুর পৌরসভার তাতালপুর মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মাসুদুর রহমান মডেল টেস্ট দেওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কলেজের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টার দিকে তিনি মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আমবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মাসুদুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের নিচ থেকে নিহত মাসুদুরের লাশ উদ্ধার করেন। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুনসুর আহাম্মদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। নিহত ছাত্রের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক।
এদিকে দুর্ঘটনায় মাসুদুরের অকালমৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীর মৃত্যুর খবর পেয়ে দুপুরে জেলা সদর হাসপাতালের মর্গের সামনে অনেক শিক্ষার্থীর ভিড় দেখা গেছে।