ইউপি নির্বাচন

শেরপুরে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মীকে দল থেকে অব্যাহতি

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী ও তাঁদের প্রচারে অংশ নেওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া পাঁচ নেতা হলেন উপজেলার খানপুর ইউপির বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। বিশালপুর ইউপির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, আওয়ামী লীগ কর্মী সুধান্য চন্দ্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাফিউল ইসলাম। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা অমান্য করায় তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা অমান্য করেছেন। তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশসহ অনুরোধ করা হয়েছে।