ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৭ বছরের শিশুকন্যা সানজিদা আক্তার হত্যা মামলার আসামি শাকিনুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে এই হত্যা মামলায় ইয়াছিন আকন্দ (১৬) নামের অপর আসামিকে গ্রেপ্তার করেছিল র্যাব।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার বেলায়েত হোসাইন জানান, গত ১৫ জানুয়ারি উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে সানজিদার লাশ উদ্ধার করা হয়। এর আগে ১২ জানুয়ারি সুপারি কুড়ানোর নাম করে অপহরণকারীরা শাহজাহান আকন্দের মেয়ে সানজিদাকে আকন্দবাড়ির পাশের জঙ্গলে নিয়ে আসে। সেদিনই সানজিদার বাবার কাছে চিরকুটের মাধ্যমে বিকাশ নম্বর উল্লেখ করে মুক্তিপণের জন্য ২০ হাজার টাকা চাওয়া হয়েছিল।
ঘটনার পরের দিন ১৩ জানুয়ারি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তারাকান্দা থানায় অপহরণ মামলা করেন সানজিদার বাবা। পরে মুক্তিপণের টাকা না পেয়ে শাকিনুল ও ইয়াছিন মিলে শ্বাসরোধে সানজিদাকে হত্যা করে লাশ ফেলে রাখেন। এ ঘটনায় তারাকান্দা থানায় মামলা করা হলে র্যাব তদন্ত শুরু করে। লাশ উদ্ধারের দুই দিন পর ইয়াসিনকে গ্রেপ্তার করে র্যাব। কিন্তু অপর আসামি শাকিনুল পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে শাকিনুলকে ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। শাকিনুল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।