শিবালয়ে পাচারকালে ৫ টন সার জব্দ, পিকআপচালকের জরিমানা

মানিকগঞ্জ জেলার মানচিত্র
মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাচারকালে পাঁচ টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে শিবালয়ের টেপড়া এলাকার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সারের পরিবেশক রতন সাহার গুদাম থেকে একটি পিকআপ ভ্যানে ১০০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ডিএপি সার পাশের ঘিওর উপজেলায় এক সার ব্যবসায়ীর কাছে পাচার করা হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঘিওরের শ্রীবাড়ী এলাকা থেকে সারবাহী পিকআপ ভ্যানটি আটক করে স্থানীয় লোকজন।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানাকে জানানো হয়। বেলা ১১টার দিকে আনসার সদস্যদের দিয়ে পিকআপ ভ্যানসহ সারগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। সার পাচারে সহযোগিতার অভিযোগে পিকআপ ভ্যানের চালক স্বপন কুমার সাহাকে আটক করা হয়।

পরে সার পাচারে সহযোগিতার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালক স্বপন কুমার সরকারকে ৩০ হাজার টাকা জরিমান করেন ইউএনও জেসমিন সুলতানা।

স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সার পরিবেশক রতন সাহা অবৈধভাবে শিবালয় উপজেলার পাশের ঘিওর উপজেলাসহ বিভিন্ন স্থানে সার বিক্রি করে আসছেন। এতে সংশ্লিষ্ট শিবালয় উপজেলার কৃষকদের মধ্যে সার বিক্রি না করায় এ উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসল আবাদে সারের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে কথা বলতে আজ শুক্রবার রতন সাহার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ইউএনও জেসমিন সুলতানা বলেন, এক উপজেলার বরাদ্দ সার অন্য উপজেলায় বিক্রি করা বেআইনি। এ কারণে সারগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারের সারের পরিবেশক রতন সাহার ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হবে।