মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে আশ হাবিব (৪৩) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় নদীতে গোসল করতে নামেন তিনি। আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত ওই ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হাবিব ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত নাসা গ্রুপের মহাব্যবস্থাপক। তাঁর গ্রামের বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায়।
শিবালয় ফায়ার সার্ভিস ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে হাবিব ঢাকা থেকে পরিবার নিয়ে উপজেলার জাফরগঞ্জ এলাকায় বেড়াতে গিয়েছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে তিনি স্ত্রী শামীমা নাসরিন ও ছেলে অহনকে (১০) যমুনা নদীর তীরে বসিয়ে রেখে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে ডুবে যান।
খবর পেয়ে গতকাল সন্ধ্যায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তবে রাত হওয়ায় ডুবরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালাতে পারেননি। আজ সকাল সাতটা থেকে জাফরগঞ্জ ও এর আশপাশে যমুনা নদীতে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি নৌ পুলিশের ডুবুরি দলও উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে আজ বিকেল চারটা পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে নিখোঁজ হাবিবের সহপাঠী এম এ রাজ্জাক বলেন, ফেসবুকে জাফরগঞ্জ এলাকায় নদী ও প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখে হাবিব সেখানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। গতকাল ছুটির দিন থাকায় তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে সেখানে বেড়াতে গিয়েছিলেন। হাবিব সাঁতার জানতেন বলে তিনি দাবি করেন। এ ঘটনায় নিখোঁজ হাবিবের পরিবার উৎকণ্ঠায় রয়েছে।
শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন, নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ পেতে ঘটনাস্থল ও এর আশপাশে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।