শিবগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি
 প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. বাদশাহ (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ওই ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। লাশটি বিএসএফের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, মো. বাদশাহ শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মো. রফিকের ছেলে। শনিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে তেলকুপি মাঠ এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, মালদহ জেলার কালিয়াচক-গোলাপগঞ্জ এলাকার শশ্মানী বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে বাদশাহ নিহত হয়েছেন। আজ রোববার সকালে মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান আজ বেলা একটায় জানান, শনিবার রাত ১২টার দিকে তেলকুপি সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ দুটি গুলি ছোড়ে এবং এতে একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কি না, তা জানা যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, স্থানীয় সূত্রে তাঁরা ঘটনাটি জেনেছেন। কিন্তু এ ব্যাপারে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি।