শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে কেনা হচ্ছে চারটি বাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করতে চারটি বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী কয়েক মাসের মধ্যেই এসব বাস পরিবহন পুলে যুক্ত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত করেন।

এদিকে গতকাল সোমবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের একটি বিকল বাস মেরামত করে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এর আগে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১৪টি বাস বরাদ্দ ছিল। গতকাল পুরোনো আরেকটি বাস যুক্ত হওয়ায় মোট বাসের সংখ্যা দাঁড়িয়েছে ১৫। নতুন আরও ৪টি বাস কেনা হলে এর সংখ্যা ১৯টিতে দাঁড়াবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে থাকেন। এর বাইরে বাকি সাড়ে ছয় হাজার শিক্ষার্থীকে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে আসতে হয়। প্রতিদিন সাতটি নির্দিষ্ট সময়ে সিলেট নগর ও শহরতলির ১৪টি স্থান থেকে শিক্ষার্থীদের পরিবহন করে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মো. জহির বিন আলম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী এপ্রিলের মধ্যেই দুটি বাস কেনা হবে। বাকি বাসগুলোও কয়েক মাসের মধ্যেই পরিবহন পুলে যুক্ত হবে।