রাজশাহীর চারঘাটে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তারা মারা গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো মাহিম (৭) ও রাহুল (৫)। মাহিমের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামে। তার বাবার নাম মাহাবুর রহমান। সে চারঘাটের রাওথা গ্রামে নানির বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। আর রাহুলের বাবার নাম শফিকুল ইসলাম। মাহিম ও রাহুল দুজনে একই মাদ্রাসায় পড়ে। সেই থেকে তাদের বন্ধুত্ব।
দুই শিশুকে পানি থেকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, বেলা একটার দিকে রাহুলের বাবার দেখা পেয়ে মাদ্রাসার একজন শিক্ষক জানতে চান, কেন রাহুল মাদ্রাসায় আসেনি। তিনি বাড়িতে গিয়ে দেখেন রাহুল বাড়িতেও নেই। তারপর থেকে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে মাদ্রাসার পাশের রাওথা বিলের পানিতে তাদের লাশ পাওয়া যায়। বিলে প্রচুর শাপলা ফুল ফুটেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তারা মাদ্রাসায় না গিয়ে শাপলা ফুল তুলতে গিয়ে ডুবে যায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, তাঁরা ঘটনাটি বাইরে থেকে জানার পরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আতিকুল ইসলামের কাছে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাত আটটার দিকে ওসি বলেন, তখনো পুলিশ সেখান থেকে ফিরে আসেনি।