মৌলভীবাজারের কমলগঞ্জে বেইলি সেতুর দুটি পাটাতন ভেঙে ওই সেতুতে আট ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়সংলগ্ন বেইলি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আট ঘণ্টা পরে দুপুর তিনটার দিকে সেতুতে যান চলাচল শুরু হয়।
স্থানীয় লোকজন জানান, গত দেড় বছরে এ সেতুর পাটাতন কমপক্ষে পাঁচবার ভেঙে গেছে । এতে একাধিকবার ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। এদিকে আজ সকালে দুটি পাটাতন ভেঙে গেলে সেতুর দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সওজের কর্মীরা ঘটনাস্থলে এসে সেতুটি মেরামত শুরু করেন।
মৌলভীবাজার সওজের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, সকালে কোনো ভারী যান ওই সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় দুটি পাটাতন ভেঙে যায় বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পাটাতন দুটি সরিয়ে সেখানে নতুন পাটাতন বসানো হয়েছে। শিগগিরই এ স্থানে বড় কালভার্ট নির্মাণ করা হবে বলে জানান তিনি।
বেলা ৩টায় ওই সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু করলেও বিকেল ৫টা থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল শুরু করে।