নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার এক দিনের মাথায় তা স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে নড়াইল জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
মো. রকিবুজ্জামান বলেন, ‘ঢাকায় গিয়ে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে কথা বললে সব ঠিক হয়ে যাবে।’ তবে কী কারণে ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তা তিনি জানাতে পারেননি।
দলীয় নেতা-কর্মীরা বলেন, রোববার রাতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা ও পৌর ছাত্রলীগের এক বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হন এস এম মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক সজীব মুসল্লী। লোহাগড়া পৌর ছাত্রলীগের কমিটিতে আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও নাইমুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।