স্থানীয় সরকার নির্বাচনের পর লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে দলটি স্থানীয় সরকারের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
আগামী ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর এবং সদর উপজেলার কিছু অংশ) উপনির্বাচন হবে। মানব ও মুদ্রা পাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত কাজী শহিদ ইসলাম ওরফে পাপুল সংসদ সদস্য পদ হারানোয় আসনটি শূন্য হয়।
গত শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা হয়। সেখানে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয়। পরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।