লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল সোমবার শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় উপজেলা যুবদলের সভাপতি শফিকুল আলমসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল দিবাগত রাত ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মান সুলতান বাদী হয়ে রায়পুর থানায় এ মামলা করেন। এর আগে গতকাল রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সহেল ঢালী (২৮) ও ইব্রাহীম খলিল (৪২)।
গতকাল শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী গুরুতর আহত হন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলা পরিষদসংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেন। পরে তাঁরা স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা ও ভাঙচুর চালান। এতে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সুলতানসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা আহত হন।
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার উল্টো অভিযোগ করে বলেন, ‘কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা ও লাঠিপেটা করে তা পণ্ড করে দিয়েছেন। এ ঘটনায় আমাদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া কর্মীদের মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। তারপর আবার মামলা দিয়ে হয়রানি খুবই দুঃখজনক।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অশালীন স্লোগান দিয়ে আবার তাঁদের নেতা–কর্মীদের ওপর হামলা করেছে। বিএনপি সব সময় সহিংসতায় লিপ্ত বলে তিনি দাবি করেন।
জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, গতকাল বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।