পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মালদ্বীপ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে। এ ইস্যুতে সব ফোরামে দুটি দেশের বক্তব্য অভিন্ন। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন। প্রধানমন্ত্রী মালদ্বীপ গেলে দুটি দেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট অনেক চুক্তি হবে।
আজ বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই–টেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও ভুটানের রাজার আসার কথা রয়েছে। তবে ওই অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবীদের বেশি আহ্বান জানানো হবে।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম। অনুষ্ঠানে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান, বাংলাদেশ হাই–টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকর্ণ কুমার ঘোষসহ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও হাই–টেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইএটিএল ইনোভেশন হাব বাণিজ্যিক উদ্যোগ নয়। এটি একটি দীর্ঘমেয়াদি টেকসই আর্থসামাজিক উদ্যোগ, যা সঠিক প্রযুক্তিতে তরুণ প্রতিভাবানদের দক্ষতা বাড়াতে কাজ করবে। সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে অংশীজনদের কাছ থেকে যথাযথ সমর্থন পেলে এ উদ্যোগ সফল হবে।