পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় বুকে ভারী যন্ত্র পড়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেনের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহিরচুর ইউনিয়নের মোমলেমপুর গ্রামে। তিনি রূপপুর প্রকল্পে স্কেন কোম্পানি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
ঈশ্বরদী থানা-পুলিশ সূত্র বলেছে, বৃহস্পতিবার রাতে প্রকল্পের চুল্লিতে কাজ করার সময় আনোয়ার হোসেনের বুকের ওপর ভারী একটি যন্ত্র এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।