উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, তবে ভোটার উপস্থিতি খুবই কম। প্রথম আড়াই ঘণ্টায় এই উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৬ থেকে ১০ শতাংশের মতো। উপজেলার চারটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম। ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা অনেকটা অলস সময় কাটাচ্ছেন।
রায়পুর মার্চেন্টস একাডেমী কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬৭৯ জন। এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১১০টি।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৮৪ জন। এই কেন্দ্রে ৯টি ভোটকক্ষ রয়েছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৩৫৫টি। এই কেন্দ্রের একেক কক্ষে ভোট পড়ার হার একেক রকম। কোনো কক্ষে ভোট পড়েছে মাত্র ২টি। আবার কোনো কক্ষে ভোট পড়েছে ৬০ থেকে ৬৫টি।
জানতে চাইলে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা উত্তম কুমার ঢালী বলেন, একেক কক্ষের ভোটার এলাকা ভিত্তিক ভাগ করা আছে। যে এলাকা বেশি কাছে সেই এলাকার ভোটার উপস্থিতি বেশি। দিন শেষে ভোট খুব বেশি হবে বলে তিনি মনে করেন না।
সোনাপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৭১ জন। ভোট পড়েছে ২০৯টি। মোট পড়ার হার ৬ শতাংশের মতো। এই কেন্দ্রের মোট ৯টি কক্ষ। এর মধ্যে চারটি কক্ষে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৫টি। অন্য কক্ষগুলোতে বাকি ভোট পড়েছে।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহাবুদ্দিন সরকার বলেন, সকাল থেকেই ভোটার উপস্থিতি খুবই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি ভোটার উপস্থিতি না বাড়ে তবে খুব বেশি ভোট এই কেন্দ্রে পড়বে বলে মনে হয় না। তিনি জানান, এবার ভোটে কারচুপি ঠেকাতে প্রশাসন খুব বেশি তৎপর।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে।