রামগড়ে ভোটকেন্দ্রে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ

খাগড়াছড়ি জেলার মানচিত্র
খাগড়াছড়ি জেলার মানচিত্র

খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটকেন্দ্রে যাওয়ার পথে পরপর পাঁচ–ছয়টি ককটেলের বিস্ফোরণ হয়। ভোটকেন্দ্রগামী ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

এদিকে নির্ধারিত সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটাররা উপস্থিত হন। সকাল থেকেই কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়।

সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট চলছে বলে জানান রামগড় ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী করিমুল হক। আওয়ামী লীগ মনোনীন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম মজুমদারও একই কথা বলেছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন, শান্তি–শৃঙ্খলা বজায় রেখে ভয়ভীতি ও প্রভাবমুক্ত হয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।