লক্ষ্মীপুরের রামগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এ রায় দেন। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম হাবিবুর রহমান (২৫)। তিনি উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের বাসিন্দা। আজ বিকেলে হাবিবুরকে কারাগারে পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ওই ইউনিয়নের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) হাবিবুর রহমান প্রায় উত্ত্যক্ত করতেন। আজ সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হাবিবুর রহমান তার গতিরোধ করে উত্যক্ত করে। পরে হাবিবুর ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া করলে ওই ছাত্রী চিৎকার করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন হাবিবুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। আটক হাবিবুর রহমান নিজেও তাঁর দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।