রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্সের চলমান পরীক্ষার একটি কোর্সের প্রশ্নপত্র ওই বিভাগের এক শিক্ষক ফেসবুকে দিয়েছেন। ঘটনাটি ‘ভুলবশত’ ঘটেছে বলে ওই শিক্ষক জানিয়েছেন। আজ বুধবার দুপুরের এ ঘটনায় অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
আজ দুপুরে ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. ইসতিয়াক হোসেনের ফেসবুকের স্টোরিতে ওই প্রশ্নপত্র দেখা যায়। ঘটনা জানাজানি হওয়ার পর তিনি সেটি সরিয়ে ফেলেন। ২৭ ফেব্রুয়ারি ওই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, ‘এ ঘটনায় জরুরি সভা করে অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করেছি। ওই পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মোস্তাফিজুর রহমান মণ্ডল আরও বলেন, ‘আমি অধ্যাপক ইসতিয়াক হোসেনের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ভুলবশত হয়েছে বলে তিনি জানিয়েছেন।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার বলেন, ‘বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি। বিভাগ থেকে জানানো হলে আমরা ব্যবস্থা নেব।’
এ বিষয়ে অধ্যাপক ইসতিয়াক হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র মডারেশন নিয়ে দুইজন শিক্ষকের অন্যায়ের প্রমাণ রাখতে ছবিটি তুলেছিলাম। কিন্তু বুঝতে না পেরে ভুলবশত তা ফেসবুকের স্টোরিতে শেয়ার করে ফেলেছি। এভাবে অন্যের অন্যায় ধরতে গিয়ে নিজেই একটি অন্যায় করে ফেলেছি।’