ঝালকাঠির রাজাপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধরের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ঝালকাঠি গাবখান সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে আজ রোববার দুপুরে নির্যাতনের শিকার ওই গৃহবধূ রাজাপুর থানায় মামলা করেছেন।
ওই গৃহবধূর নাম নাছিমা আক্তার (২২)। তিনি উপজেলার কেওতা গ্রামের সাইদুল ইসলামের (২৪) স্ত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাছিমার করা মামলায় সাইদুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগেই নাছিমা ও সাইদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইদুল মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। গত শুক্রবার দুপুরে নাছিমাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন সাইদুল। এতে নাছিমা অস্বীকৃতি জানালে সাইদুল তাঁর ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। পরে নাছিমা ঘটনাটি তাঁর বাবার বাড়িতে জানালে সেখান থেকে লোকজন এসে নাছিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানতে চাইলে রাজাপুর থানার পরিদর্শক তদন্ত মো. হালিম তালুকদার বলেন, আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।