রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা নিজামুল ইসলাম খান ওরফে অথেল (৬২) হত্যা মামলার একমাত্র আসামি সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গনকা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় র্যাব-৫-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
নিহত নিজামুল ইসলাম খান রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ বেতারশিল্পী সংস্থার রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের ছেলে।
গত রোববার রাতে নিহত নিজামুলের বড় ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেন। তাঁর প্রতিবেশী সাইদুল ইসলাম ওরফে হ্যাপীকে মামলার একমাত্র আসামি করা হয়।
শিশুদের ঝগড়া নিয়ে সাইফুল ও নিজামুল বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে নিজামুলকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে শুরু করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে নিজামুল ইসলামের ছেলে (৮) বাড়ির পাশের মাঠে খেলতে যায়। সেখানে প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলেও (৯) খেলছিল। একপর্যায়ে ওই দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। পরদিন রোববার বিকেলে বাড়ির সামনে সাইফুলের সঙ্গে নিজামুলের দেখা হলে নিজামুল শিশুদের ঝগড়ার বিষয়টি জানতে চান। এ সময় সাইফুল ও নিজামুল বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে নিজামুলকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে নিজামুল গুরুতর আহত হন। পরে নিজামুলের স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
সাইদুলও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুক্ষণ পর নিজামুলের মৃত্যুর খবর পেলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।