রাজশাহী মেডিকেলে মৃত্যু ১৩, উপজেলায় করোনা পরীক্ষায় আগ্রহ কম

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ৭ জন করোনার উপসর্গে মারা গেছেন। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের আরটিপিসিআরের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হাসপাতালে ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন মারা গেছেন। এ নিয়ে গত ১৩ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১২৫ জন। এর মধ্যে ৭০ জনের করোনা পজিটিভ ছিল। অন্যদের করোনার উপসর্গ ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ৪২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৫ জন ও নাটোরের ৩ জন আছেন। এ নিয়ে হাসপাতালে সব মিলিয়ে ২৭১ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ২৯৪ জন রোগী। অন্যদের হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্পভাবে শয্যা তৈরি করে চিকিৎসা দিচ্ছে। এই ২৯৪ জনের মধ্যে রাজশাহীর সবচেয়ে বেশি ১৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১০৮ জন, নওগাঁর ২৮ জন, নাটোরের ১৪ জন, পাবনার ৪ জন ও কুষ্টিয়ার ১ জন চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষায় আগ্রহ কম

রাজশাহীতে লকডাউনের দ্বিতীয় দিনে সংক্রমণের হার বেড়েছে আশঙ্কাজনকভাবে। গতকাল শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে রাজশাহীতে ৫০ শতাংশের কাছাকাছি শনাক্ত হার ছিল।

সিভিল সার্জন দপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাজশাহী নগর ও জেলায় (আরটিপিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিন) মোট ১ হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তিন পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। আর তিন পরীক্ষায় ৩৬৮ জনের শনাক্ত এই জেলায় এক দিনে সর্বোচ্চ। নতুন ৩৬৮ জন নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯২৪। এর মধ্যে শুধু রাজশাহী নগরের রোগী সংখ্যা ৯ হাজার ৭৬৫।

রাজশাহী জেলা সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহীর আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার অনেক বেশি। রাজশাহীতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যত পরীক্ষা হবে, তত বেশি শনাক্ত হবে। আর শনাক্তের হারও বেশি হবে। তাঁরা মানুষকে করোনা পরীক্ষার জন্য আগ্রহী করে তুলছেন। রাজশাহী নগরে সাড়া পাওয়া গেলেও উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষায় মানুষের আগ্রহ কম। তাই উপজেলা পর্যায়ে তাঁরা ক্যাম্প করে নমুনা সংগ্রহ করছেন।