রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৯ সালের চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি থেকে তাঁরা এই দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আগামী রোববার পর্যন্ত শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় গত জানুয়ারিতে ২০১৯ সালের অনার্স চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা শুরু হয়েছিল। আবাসিক হল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা মেসে থেকে পরীক্ষা দিচ্ছিলেন। হঠাৎ পরীক্ষা স্থগিত করায় তাঁরা বিপাকে পড়েন। অনেক বিভাগে লিখিত পরীক্ষা কয়েকটি হয়েছে এবং কয়েকটি বাকি আছে। আবার অনেক বিভাগে কেবল ব্যবহারিক পরীক্ষা বাকি আছে।
মাস্টার্সের শিক্ষার্থী তমালিকা হক বলেন, ‘আমাদের পরীক্ষা হওয়াটা খুবই জরুরি। বুধবার ঢাকার সাত কলেজ তাদের পরীক্ষার দাবি আদায় করে নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা নেওয়া সম্ভব। আমাদের দাবি ক্যাম্পাস বা হল খোলা নয়, আমরা চাই আটকে থাকা পরীক্ষা নেওয়া হোক।’
বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী প্যারিস রোডে অবস্থান নেন। এ সময় তাঁরা ‘দাবি মোদের একটাই, স্থগিত পরীক্ষা চালু চাই’, ‘দ্রুত পরীক্ষা চালু চাই, সেশনজটমুক্ত শিক্ষা চাই’, ‘প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত চাই, স্থগিত পরীক্ষা চালু চাই’, ‘পরীক্ষা নিয়ে প্রহসন, চলবে না চলবে না’, ‘২০১৯-এর সব পরীক্ষা চালু চাই’ সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে শিক্ষার্থীরা দাবি আদায়ে স্লোগান দেন।
বেলা দেড়টার দিকে প্রক্টর মো. লুৎফর রহমান সেখানে আসেন। তিনি শিক্ষার্থীদের বলেন, আগামী রোববার স্থগিত হওয়া পরীক্ষাগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এতে শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিতের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘তাঁদের দাবির বিষয়টি উপাচার্যকে অবহিত করেছি। আশা করছি এ বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত আসবে।’