রাজশাহী বিভাগে কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৮ জেলায় নতুন করে ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড–১৯ রোগে মারা গেছেন ৩ জন। আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এসব তথ্য জানিয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, আজ সকাল পর্যন্ত রাজশাহীতে ১১৫ জন, নওগাঁয় ১ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ২ জন, বগুড়ায় ৭১ জন ও সিরাজগঞ্জে নতুন ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩৯। বিভাগে সর্বোচ্চ ৪ হাজার ৬২৬ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ৮৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৬, নওগাঁয় ৯২২, নাটোরে ৪০৫, জয়পুরহাটে ৬৬৭, সিরাজগঞ্জে ১ হাজার ৩১৫ জন এবং পাবনায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় একজন করে কোভিডে আক্রান্ত রোগী মারা গেছেন। বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৬৫। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১০১ জন মারা গেছেন। এ ছাড়া করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজশাহীতে ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, নওগাঁয় ১৩ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আরও জানায়, বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫১ জন। এর মধ্যে ৯৫ জনই রাজশাহীর বাসিন্দা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নওগাঁর ১০ জন, নাটোরের ৪৫ জন, বগুড়ার ৩৮ জন, সিরাজগঞ্জের ৭ জন এবং পাবনার ৩৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯২ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ১০৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯৪ জন, নওগাঁর ৬৯৫ জন, নাটোরের ২১২ জন, জয়পুরহাটের ২০০ জন, বগুড়ার ২ হাজার ৯৯৬ জন, সিরাজগঞ্জের ৩৯১ জন এবং পাবনার ৩৯৭ জন সুস্থ হয়েছেন।