রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ১২১ জনের দেহে। শনাক্তের হার হয়েছে ৪৯ দশমিক ১৭ শতাংশ। মহামারি শুরুর পর গত দুই বছরে রাজশাহীতে এটিই সর্বোচ্চ শনাক্তের হার।
এ সময়ে দুজন মারা গেছেন। তাঁরা দুজন রাজশাহী ও বগুড়ার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ জনে। শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার দুটোই বাড়লেও কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা।
রাজশাহীতে শনাক্তের হার ৭১
রাজশাহী বিভাগের সব জেলাতেই করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। তবে শুক্রবার রেকর্ড করোনা শনাক্তের হার দেখা গেল রাজশাহী জেলায়। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। এ জেলায় সর্বোচ্চ করোনা সংক্রমণের হার ৭১ দশমিক ৪৬। চাঁপাইনবাবগঞ্জে ১০০ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৪৯। নাটোরে ১২০ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। তারপর থেকে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৭২০ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৬২৬ জন। বাকিরা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, করোনার সংক্রমণের হার প্রতিদিনই রেকর্ড ভেঙে রেকর্ড হচ্ছে। এর মধ্যে মারাও গেল এক দিনে দুজন। হাসপাতালেও রোগী বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানা খুব জরুরি।