রাজশাহী বিভাগে টানা দুই দিন করোনায় কারও মৃত্যু হয়নি। তবে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে ১ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১৫, পাবনার ১১, সিরাজগঞ্জের ৮, নাটোরের ৭, বগুড়ার ৬ ও জয়পুরহাটের ২ জন আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ১১ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬৬০।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। উপসর্গে মারা যাওয়া দুজনের বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। আগের দিনও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, আজ রোববার সকাল নয়টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন।