একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে আজ বুধবার এর দুই বছর পূর্তির দিনে রাজশাহী বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয় নগরের মালোপাড়ায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে সমাবেশের শুরুতেই বিএনপির নেতা-কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে যান। পরে জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে পরিবেশ শান্ত হয়।
সমাবেশ সূত্রে জানা গেছে, রাজশাহী নগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীদের বিশাল জনসমাগমের পরিকল্পনা হয়। সমাবেশ শুরুর পর পেছন থেকে নেতা-কর্মীরা সামনের দিকে অগ্রসর হতে থাকেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে দলের নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ।
সমাবেশে মিজানুর রহমান বলেন, বাংলাদেশে আজ ’৭২ থেকে ’৭৫ সালের মতো অবস্থা বিরাজ করছে। গণতন্ত্র না থাকলে, নির্বাচনব্যবস্থা না থাকলে দেশের মানুষের অবস্থা যা হওয়ার তা–ই আজকে হয়েছে। এই স্বৈরাচারী সরকার, তাদের পরিবারসহ আশপাশের লোকজন বাংলাদেশের মানুষের অর্থসম্পদ নিঃশেষ করে দিয়ে বিদেশে পাচার করেছে। এই সরকারের পতন আসন্ন। এ জন্য রাজপথে সবাইকে একসঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে।