রাজশাহীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তির নাম ইসমাইল হোসেন (২৪)। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে র্যাবের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার দুপুরে র্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-৫–এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করে। তাঁর বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামে।
র্যাব সূত্র জানায়, র্যাব সদস্যরা ইসমাইল হোসেনের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট জব্দ করেছেন। এ ঘটনায় ইসমাইলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। আজ সকালে তাঁকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়।