রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

দুর্ঘটনার পর নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ তিনজন। আজ সোমবার সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রতন দাস (৫০)। তিনি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাসের ছেলে। আহত তিনজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম শহর থেকে আসা কাপ্তাইমুখী একটি খালি ট্রাক রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা শেখ রাসেল ইকোপার্ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ তিনজন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাঙ্গুনিয়া থানা-পুলিশও ঘটনাস্থলে আসে। আহত তিনজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।