চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে খাবারের খোঁজে বন থেকে লোকালয়ে নেমে এসেছে দুটি বন্য হাতি। হাতি লোকালয়ে চলে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাতি দুটিকে বনে ফেরাতে ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে কাজ করছেন বন বিভাগের কর্মীরা।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, বনে খাবার না পাওয়ায় দুটি বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছে। হাতি দুটিকে নিয়ন্ত্রণ করতে বন বিভাগের কর্মীরা মাঠে আছেন। তবে উৎসুক লোকজনের জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে। হাতির বের হওয়ার পথও বন্ধ করে দিয়েছে লোকজন। লোকজনের ভিড় দেখে হাতি দুটি বেপরোয়া হয়ে উঠতে পারে। ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি বলেন, ‘সকালে আমার বাড়ির পেছনে দুটি বন্য হাতি দেখতে পাই। বনের হাতি লোকালয়ে দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।’
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, হাতি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক আসছে। বন বিভাগের লোকজনকে ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে। উৎসুক লোকজনকে নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে।