রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩৫)। তিনি নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের বাজেছড়া গ্রামের কান্দারা চাকমার ছেলে। নয়ন চাকমাকে নিজেদের কর্মী দাবি করে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়নকে গুলি করে হত্যা করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউপিডিএফের চাঁদা সংগ্রহকারী বলে আমরা জানতে পেরেছি।মো. সাব্বির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নানিয়ারচর থানা
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, আজ বেলা একটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে টহল দিচ্ছিলেন। টহল দলটি নানিয়ারচর সদর ইউনিয়নের ১৯ মাইল (টিবিরাছড়ি রাস্তার মুখ) এলাকায় পৌঁছালে ইউপিডিএফের সদস্যরা তাঁদের ওপর গুলি ছোড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। একপর্যায়ে ইউপিডিএফের সদস্যরা পিছু হটেন। পরে ঘটনাস্থল থেকে নয়ন চাকমার লাশ উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল জব্দ করা হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউপিডিএফের চাঁদা সংগ্রহকারী বলে আমরা জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’