রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন সীতারাম ত্রিপুরা ও বিশ্ব চন্দ্র ত্রিপুরা। বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোই মং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
বড়থলি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাইজাম পাড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী আসে। কিছু বুঝে উঠার আগেই পাড়াবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। আতঙ্কে লোকজন এদিক–সেদিক ছুটতে থাকে। এলোপাতাড়ি গুলির ঘটনায় তিনজন পাড়াবাসী নিহত এবং শিশুসহ পাঁচজন আহত হন।
বড়থলি ইউপি চেয়ারম্যান আতোই মং মারমা বলেন, গতকাল সাইজাম পাড়ার লোকজন হামলার বিষয়টি তাঁকে জানিয়েছেন। তিনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দুর্গম ও নেটওয়ার্ক না থাকার কারণে বিস্তারিত কিছু জানতে পারেননি তিনি। আজ বুধবার সকালে তিনি জানতে পারেন, দুর্বৃত্তরা তিনজনকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরেছি বড়থলি ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে তিনজন মারা গেছেন। এ বিষয়ে পুলিশকে বিস্তারিত খোঁজখবর নিতে বলা হয়েছে। পাড়াটি দুর্গম হওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।’