রাঙামাটির বরকলে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলা সুবলং ইউনিয়নে উটছড়ি গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী কুমার চাকমা (৪০) উটছড়ি গ্রামের ললিত কুমার চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের সাবেক কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছিলেন লক্ষ্মী কুমার চাকমা। এমন সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ঘরটি ঘেরাও করে। পরে দুজন ঘরের ভেতরে ঢুকে খুব কাছ থেকে ব্রাশফায়ার করে। লক্ষ্মী কুমারের মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা চলে যায়। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঘটনাটি প্রশাসন কিংবা স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হতে দেরি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরকল থানা-পুলিশ গুলিতে লক্ষ্মী কুমার চাকমার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ইউপিডিএফের রাঙামাটি ইউনিট প্রধান শান্তি দেব চাকমা বলেন, লক্ষ্মী কুমার চাকমা আগে তাঁদের দলের কাজ করতেন। বাড়িতে তিনি কৃষিকাজ ও ব্যবসা করতেন। গতকাল রাতে একদল সন্ত্রাসী তাঁকে গুলি করে হত্যা করেছে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি গত রাতে হয়েছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জানতে পারেননি তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১০ থেকে অসমর্থিত সূত্রে খবর পওয়া যায়। বেলা ১১টার দিকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।