রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। এ নিয়ে টানা তিন দিন মৃত্যুহীন থাকল এ বিভাগ। একই সময় বিভাগে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯৪৫। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) বিভাগে ৬২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৮৭। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে রংপুরে ৫ জন, নীলফামারীতে ২ জন, নীলফামারীতে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন ও দিনাজপুরে ৭ জন রয়েছেন। এদিকে গত এক দিনে বিভাগে ৫২ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩২৫ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯১ জন, ঠাকুরগাঁওয়ে ২৫০, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৮, লালমনিরহাটে ৬৭, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা শনাক্ত দিন দিন কমে আসছে। এটি একটি ভালো খবর। কিন্তু এরপরও করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।