রংপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে রংপুর নারী ও শিশু আদালত-১–এর বিচারক যাবিদ হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম মেহেদী হাসান ওরফে রাব্বি (২২)। মেহেদী রংপুর সিটি করপোরেশন এলাকার ধাপ শ্যামলী লেন এলাকার বাসিন্দা। তবে আসামি মেহেদী জামিনে গিয়ে পলাতক। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য চার আসামিকে আদালত খালাস দিয়েছেন। নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি রফিক হাসনাইন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে রফিক হাসনাইন জানান, ওই স্কুলছাত্রীকে মেহেদী হাসান বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলেন। একটি ভাড়া বাসায় পরিবার–পরিজন নিয়ে বসবাস করতেন। ২০১৮ সালের ৭ জুলাই ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রংপুর নগরের ধাপ চেকপোস্ট এলাকা থেকে মেহেদী ওই ছাত্রীকে মাইক্রোবাসে করে অপহরণ করেন।
ঘটনার তিন দিন পর ১০ জুলাই ওই ছাত্রীর বাবা কোতোয়ালি থানায় মেহেদীসহ তাঁর পরিবারের পাঁচজনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।২০১৮ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এরপর ওই ছাত্রীর জবানবন্দি, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত রায় দিয়েছেন। এতে মেহেদীর অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অন্য চার আসামি মোছা. মনি, মনোয়ারা বেগম, আমিনুল ইসলাম ও নুরুজ্জামানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁরা খালাস পেয়েছেন।
পলাতক আসামির ব্যাপারে জানতে চাইলে রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আদালতের রায়ের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে আদালত থেকে নির্দেশনা পেলে পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।