যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বাজারে স্বর্ণের দোকানে গিয়ে মৃত্যুঞ্জয় সিংহ (৪৫) নামের এক ব্যবসায়ীর বুকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মৃত্যুঞ্জয় সিংহকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জুয়েলারি দোকানে প্রবেশ করে মৃত্যুঞ্জয় সিংহের বুকে ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় পাশের দোকানে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত মৃত্যুঞ্জয়ের ছেলে অভিজিৎ সিংহ বলেন, ‘কে কী কারণে বাবাকে ছুরি মেরেছেন, তা বুঝতে পারছি না। বাবার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।’
ঝিকরগাছা থানার পরিদর্শক সুমন ভক্ত বলেন, একটি মোটরসাইকেলে দুজন গিয়ে অতর্কিত দোকানে ঢুকে ছুরি মেরে পালিয়ে যান। দুর্বৃত্তদের শনাক্ত করতে সিসি টিভি ফুটেজ তল্লাশি করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।