যশোরের বাঘারপাড়া উপজেলায় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার দশপাখিয়া গ্রামের মধ্যডাঙ্গা বিলের একটি কুয়া থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তবে পুলিশ তাঁর নাম-পরিচয় জানতে পারেনি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে উপজেলার দশপাখিয়া গ্রামের মধ্যডাঙ্গা বিলের জাবেদ আলী মোল্লার কুয়ায় নারীর লাশ ভাসতে দেখেন কয়েকজন কৃষক। বিষয়টি তাঁরা দশপাখিয়ার গ্রাম পুলিশ আমিনুর রহমানকে জানান। তিনি পুলিশে খবর দেন। বাঘারপাড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লাশের নাম ও পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।