সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্রের মধ্যে সনজিৎ কর্মকার (১৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
সনজিৎ পৌর শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। সে স্থানীয় জাহানারা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তবে এখনো নিখোঁজ সকাল (১৫) নামের আরেক স্কুলছাত্র।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, নিখোঁজ সকাল নামের অপর শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।
দোল উৎসবে আবির খেলা শেষে দুপুর ১২টার দিকে গোশালা মহল্লার আটজন স্কুলছাত্র নৌকা নিয়ে যমুনার চরে আসে। পরে তারা নদীতে গোসল করতে নামে। পানিতে নামার কিছুক্ষণ পরই সাঁতার না জানায় সনজিৎ, সকাল, বিশাল ও প্রান্ত ডুবে যায়। এ সময় স্থানীয় কয়েকজন পানিতে নেমে বিশাল ও প্রান্তকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।