ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭১ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫৯ জন। শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৫৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৮৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৮৪ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭। নেত্রকোনা জেলায় ১০৫ জনের পরীক্ষায় নতুন শনাক্ত ২০ জন। শনাক্তে হার ১৯ দশমিক ০৪। জামালপুরে ৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪২। শেরপুরে ১২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৯ জন। শেরপুরে শনাক্তের হার ৩৯ দশমিক ৫১।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬১৬ জনের।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা তথ্য প্রদানের দায়িত্বে থাকা চিকিৎসক মো. মহিউদ্দিন খান জানান, শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন ২৩ রোগী ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ১৭ জন। আজ শুক্রবার সকাল পর্যন্ত মোট ভর্তি আছেন ৮৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিন রোগী মারা গেছেন।