করোনা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার বিকেল ৫টা থেকে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ময়মনসিংহ জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগ বন্ধ থাকবে। ময়মনসিংহে কেউ আসতেও পারবেন না, কেউ বাইরেও যেতে পারবেন না।
এখন পর্যন্ত এই জেলায় আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন চিকিৎসক ও একজন পুলিশ সদস্য। সর্বশেষ সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে পালিয়ে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য গোপন করে চিকিৎসা নিতে এসে ধরা পড়েন একজন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক চিকিৎসক ময়মনসিংহে অবস্থান করার সময় করোনা পজিটিভ হয়েছেন।