ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক শূন্য ২ শতাংশ। এদিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬২৫ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় ৬৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৫১। আর মৃত্যু হয়েছিল একজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ১৫২ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৮৯। নেত্রকোনায় ৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা ধরা পড়ে। শনাক্তের হার ২৩ দশমিক ২৮। জামালপুরে ৫৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৬৪। আর শেরপুরে ১৫২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৬।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আরও জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। এ ছাড়া রোববার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ৯৮ জন রোগী চিকিৎসাধীন।