ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৯। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় মোট ৮৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ৯০ জন, জামালপুরে ৩৯, শেরপুরে ২৩ ও নেত্রকোনায় ৯ জনের করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত মারা যাওয়া নারী ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। হাসপাতালের চিকিৎসক ও করোনা–বিষয়ক মুখপাত্র মহিউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।