ময়মনসিংহে নতুন করে আরও ৬৮ জনের শরীের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আজ বুধবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭৯৮।
সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, নতুন করে আক্রান্ত ৬৮ জনের মধ্যে ভালুকার ৩৫ জন, ময়মনসিংহ সদরের ১৬ জন, মুক্তাগাছার ৪ জন, গফরগাঁওয়ের ৩ জন, ঈশ্বরগঞ্জের ৩ জন, ফুুলপুরের ৩ জন, ত্রিশালের ২ জন, গৌরীপুর ও নান্দাইলে একজন করে আছেন।
জেলায় সবচেয়ে বেশি কোভিড–১৯ রোগী সদর উপজেলায়, ৩৯৮ জন। এ ছাড়া ভালুকায় ১৩৫ জন, ঈশ্বরগঞ্জে ৪৫ জন, ফুলপুরে ৩৭ জন, ধোবাউড়া ও গফরগাঁও উপজেলায় ৩৬ জন করে, ত্রিশালে ৩২ জন, মুক্তাগাছায় ১৯ জন, ফুলবাড়িয়ায় ১৭ জনসহ জেলার ১৩ উপজেলাতেই করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৯ জন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে।