নরসিংদীর পলাশের ঘোড়াশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে ঘোড়াশালের শহীদ ময়েজউদ্দিন সেতুসংলগ্ন টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মাসুদ রানা (৩৫)। তিনি ঘোড়াশাল বাজারের একজন ভাঙারি ব্যবসায়ী। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। অন্যদিকে গুরুতর আহত সুজন মিয়া (২৭) ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ঘোড়াশাল থেকে দুই বন্ধু মাসুদ রানা ও সুজন মিয়া মোটরসাইকেলে করে পাশের গাজীপুরের কালীগঞ্জে ঘুরতে গিয়েছিলেন। রাত সাড়ে আটটার দিকে ফেরার পথে ঘোড়াশালের শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্ধকারে সড়ক সংস্কারকাজের একটি ব্লকে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে দুজনেই সড়কে ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুজন নামের অপর আরোহীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই সিএনজিচালিত অটোরিকশার চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশীদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় লোকজনের ভাষ্য, ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজাসংলগ্ন স্থানে কোনো সড়কবাতি নেই। রাতের অন্ধকারে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।