মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় রিকশাচালককে হাতুড়িপেটা করলেন প্রকৌশলী

গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে রিকশার ধাক্কা লাগায় রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছেন এক প্রকৌশলী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাকিষবাতান এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিকশাচালক মো. হান্নানকে (৩২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এলজিইডির উপসহকারী প্রকৌশলী সেলিম হোসেন মোটরসাইকেলে করে লতিফপুর থেকে সফিপুর এলাকার দিকে যাচ্ছিলেন। মাকিষবাতান বটতলায় পৌঁছালে মো. হান্নানের রিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি একদিকে পড়ে যায়। এতে সেলিম হোসেন ক্ষিপ্ত হয়ে পাশের একটি দোকান থেকে হাতুড়ি এনে রিকশাচালককে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। হাতুড়ির আঘাতে তাঁর হাতের কনুই ফেটে রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাতুড়িপেটার কথা স্বীকার করে উপসহকারী প্রকৌশলী সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওই রিকশাচালক তাঁর রিকশা আমার মোটরসাইকেলের সঙ্গে লাগিয়ে দেন। এতে আমি পড়ে গিয়ে ব্যথা পাই। তাই রাগের মাথায় পাশের দোকান থেকে হাতুড়ি এনে তাঁকে পিটিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। তাঁর চিকিৎসার জন্য যা খরচ লাগে, আমি দেব।’

উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ওই কর্মকর্তা রাগের মাথায় রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন। আমরা তাঁর খোঁজখবর নিচ্ছি।’

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিকশাটি উদ্ধার করা হয়েছে এবং রিকশাচলককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রিকশাচালকের পরনে থাকা রেইনকোটে রক্ত লেগে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।