মোটরসাইকেলের ধাক্কায় আহতের এক দিন পর প্রবাসীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত প্রবাসী মো. হেলাল উদ্দিন (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়া-বাঁশখালী সড়কের সাতকানিয়ার দেওদিঘি বাইতুশ শরফ মসজিদ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় হেলাল উদ্দিন গুরুতর আহত হয়েছিলেন। হেলাল উদ্দিন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘি মুহাম্মদ মিয়া বাড়ি এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেন।

নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হেলাল উদ্দিন সাতকানিয়া-বাঁশখালী সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে হেলাল উদ্দিন সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই ব্যক্তি মারা গেছেন।

সাতকানিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবার গতকাল রাতেই লাশ বাড়িতে নিয়ে গেছে। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকও আহত হয়েছেন। তাঁরা স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।