মেহেরপুর পৌর শহরের একটি নির্মাণাধীন ভবন ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন চার শ্রমিক। আজ সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম ভনো মিয়া (৫৫)। তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপাড়ার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের মালোপাড়ার হজ্জমালিথার ছেলে মোমিনুল (৩৫), ঘাটপাড়ার ফজর আলীর ছেলে যাদু (৪৫), খানপুরের আশরাফর আলীর ছেলে আজমত (৫৫) ও ফজর মোল্লার ছেলে ফজলু (৪৪)। আহত ব্যক্তিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে মোমিনুলের অবস্থা আশঙ্কাজনক।
আহত অবস্থায় উদ্ধার হওয়া শ্রমিকের মধ্যে আজমত আলী বলেন, মেহেরপুর দারিদ্র্য বিমোচন সংস্থার (ডিবিএস) নির্বাহী পরিচালক জাফরুল্লার নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংক তৈরির কাজ চলছিল। এ সময় হঠাৎ করে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালান।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ স্থানে শ্রমিকদের দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।